ন্যু ক্যাম্পে শনিবার রাতে লা লিগার ম্যাচে দাপুটে জয় কাতালানদের। দেপোর্তিভো আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই এদিন আধিপত্য নিয়ে খেলে বার্সা। কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ২৯ মিনিটে।
এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের দুই নম্বরে উঠে আসলো কোম্যানের শিষ্যরা। এ ম্যাচ দিয়েই বার্সেলোনার হয়ে লা লিগায় সর্বোচ্চ ৫০৫ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজকে ছুঁলেন মেসি।
বিডি প্রতিদিন/এ মজুমদার