ঢাকা টেস্টে ক্যারিবীয়দের জয়ের নায়ক বলতে গেলে দীর্ঘদেহীর রাকিম কর্নওয়াল। দুই ইনিংসে নয় উইকেট। একবার পাঁচ উইকেট, দ্বিতীয় ইনিংসে চারটি। তাই পেয়েছেন তিনিই ম্যাচ সেরার পুরস্কার। অন্যদিকে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের কারণে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন এনক্রুমাহ বনার।
টেস্ট সিরিজের আগে কর্নওয়ালকে নিয়ে কথা হয়েছে অনেক। প্রথম টেস্টে কিছুটা আড়ালে ছিলেন। কিন্তু দ্বিতীয় ও শেষ টেস্টে তিনি দেখালেন খেল। শুধু তাই নয়, সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। নিয়েছেন ১৪ উইকেট। ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। তৃতীয় স্থানে থাকা মিরাজের উইকেট ১০টি।
ম্যাচ সেরার পুরস্কার পেয়ে বেশ খুশি কর্নওয়াল। তিনি বলেন, ‘দারুণ পারফরম্যান্স। আমি খুব উপভোগ করছি। মাঠে আমি সব সময়ই চেষ্টা করেছিল সঠিক জায়গায় বল ফেলতে। সে দিক থেকে আমি সফল। আর আমি স্লিপে ক্যাচ নেয়ার জন্য প্রচুর প্র্যাকটিস করি। তার ফলও পেয়েছি এই টেস্টে।’
সিরিজ সেরা বনার দুই টেস্টে রান করেছেন ২৩১। রয়েছে দুটি ফিফটি। একটি দুটো ইনিংসই ছিল প্রায় সেঞ্চুরির কাছাকাছি। ২৬১ রানে সবার উপরে কাইল মায়ার্স। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুইশ রান করেছেন কেবল লিটন দাস। মিরাজের রান ১৯৮, অবস্থান চতুর্থ।
বিডি প্রতিদিন/আরাফাত