নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলছেন না মুশফিকুর রহিম। গতকালই জানা গেছে মুশফিকের চোটের খবর। ফিটনেস টেস্টে উতরাতে পারেননি জ্যেষ্ঠ এই ক্রিকেটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সময় কাঁধের পুরনো চোট মাথাচাড়া দিয়ে ওঠায় আপাতত ফিজিওর পর্যবেক্ষণে থাকবেন মুশফিক।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি জিততে হলে বাংলাদেশকে ২১১ রান করতে হবে। হ্যামিল্টনে রবিবার (২৮ মার্চ) টস জিতে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ২১০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ফারজানা