অস্ট্রেলিয়ার কোচ পদে জাস্টিন ল্যাঙ্গারকে নিয়ে দলের ভিতরেই ক্ষোভ জন্মেছে। সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটার মিলিয়ে অন্তত ৪০ জন ল্যাঙ্গারের কোচিং নিয়ে প্রশ্ন তুলেছেন। অস্ট্রেলিয়ার এক দৈনিকে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের দাবি এরকমই।
বছরের শুরুর দিকে ভারতের কাছে ঘরের মাঠে হেরেছে অস্ট্রেলিয়া। এরপরেই ক্রিকেটারদের একাংশ ল্যাঙ্গারের কোচিং দর্শন এবং ঘন ঘন ভাবনা বদল নিয়ে প্রশ্ন তোলেন। দলের ম্যানেজার গেভিন ডোভেকে নিয়েও অসন্তুষ্ট ক্রিকেটাররা। বছরের বাকি সময়ে দলের খেলা কী রকম থাকে তার উপর ভিত্তি করে ল্যাঙ্গারের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তা বেন অলিভার বলেছেন, “বিশ্বকাপ এবং ২০১৯ অ্যাশেজের আগে ঠিক এই কাজই করেছিলাম আমরা। দল ভাল খেলেছিল। মাঠে এবং মাঠের বাইরে আমাদের উন্নতির একটি প্রক্রিয়া এটা। আশা করা যায় টি-২০ বিশ্বকাপ এবং অ্যাশেজের আগে দলের মনোবল চাঙ্গা হবে।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ