টোকিও অলিম্পিকে মেয়েদের আর্চারিতে আজ রবিবার স্বর্ণপদক পেয়েছে দক্ষিণ কোরিয়ার মেয়েরাও। মেয়েদের আর্চারিতে অলিম্পিক গেমসে নবমতম বারের মতো অপরাজিত তারা। দলটির নেতৃত্ব ছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় আন সান। টোকিও অলিম্পিকে রেকর্ডও গড়েছেন ২১ বছর বয়সী এ আর্চার। আন সানের দলে সতীর্থ হিসেবে ছিলেন জাং মিনহি ও কাং চায়োং।
গতকাল শনিবার আর্চারির মিশ্র ইভেন্টেও স্বর্ণপদক পেয়েছিল দক্ষিণ কোরিয়া। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে এ খেলার যাত্রা শুরু হয়। তখন থেকে শুরু করে এখনো অলিম্পিকে মেয়েদের আর্চারিতে হারেনি দক্ষিণ কোরিয়া।
আজ মেয়েদের আর্চারিতে রৌপ্যপদক পেয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটি। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর রুশ খেলোয়াড়রা রাশিয়ান অলিম্পিক কমিটির ব্যানারে অলিম্পিকে অংশ নিয়েছেন।
(অলিম্পিকসের ওয়েবসাইট অবলম্বনে)
বিডি প্রতিদিন/ফারজানা