২৭ জুলাই, ২০২১ ২১:১২

হাত-পা ঢাকা পোশাক পরে জার্মান জিমন্যাস্টদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

হাত-পা ঢাকা পোশাক পরে জার্মান জিমন্যাস্টদের প্রতিবাদ

সেই চারজন জার্মান জিমন্যাস্ট

টোকিও অলিম্পিকে জার্মানির চার নারী জিমন্যাস্ট হাত-পা ঢাকা পোশাক পরে অংশ নিয়েছেন। সাধারণত নারী জিমন্যাস্টদের স্বল্প পোশাকে দেখা যায়। তবে রবিবারের প্রতিযোগিতায় প্রতিবাদ হিসেবে জার্মান জিমন্যাস্ট সারাহ ফস, পাউলিন শ্যেফার, এলিজাবেথ জাইত্‍স ও কিম বুই হাত-পা ঢাকা লেওটার্ড পরেছিলেন। 

হাত-পা ঢাকা পোশাক প্রসঙ্গে ২১ বছর বয়সি সারাহ ফস বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, সবাই আরাম অনুভব করছে এবং আমরা সবাইকে দেখাতে চাই যে, তারা যা চায় তাই পরতে পারে এবং এতে তাদের সুন্দর দেখাবে, তাদের দারুণ অনুভূতি হবে, সেটা লম্বা লেওটার্ডই হোক কিংবা ছোট।’

এর আগে, জার্মান জিমন্যাস্টরা গত এপ্রিলে প্রথমবারের মতো হাত-পা ঢাকা লেওটার্ড পরেছিলেন। সেই সময় জিমন্যাস্ট এলিজাবেথ জাইত্‍স বলেছিলেন, ‘আমি চাই যে কোনো খেলায় মেয়েদের তাদের ইচ্ছেমতো পোশাক পরার সুযোগ থাকুক।’ উল্লেখ্য, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পা ঢাকা পোশাক পরার অনুমতি আছে। তবে এতদিন পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই শুধু ধর্মীয় কারণে এমন পোশাক পরা হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর