অ্যানফিল্ডে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ২২ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত এক হেডে চেলসিকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে লিভারপুল। শনিবার ম্যাচ শুরুর দিকে গোল করে আশা জাগাল চেলসি।
কিন্তু প্রথমার্ধের শেষ দিকে করে বসল বড় ভুল। ১০ জনের দলে পরিণত হওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে উপহার দিল স্পট কিক, সমতা ফেরাল লিভারপুল। বাকি সময়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা অনেক চেষ্টা করেও আর জালের দেখা না পাওয়ায় মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরল টমাস টুখেলের দল।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির রিস জেমস। ওই পেনাল্টি থেকেই লক্ষ্যভেদ করেন সালাহ। পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণে দাপট ছিল লিভারপুলের। ম্যাচে গোলের জন্য তাদের ২৩ শটের ৮টি ছিল লক্ষ্যে। চেলসির ৬ শটের ৩টি লক্ষ্যে।
আসরে দুই দলই তাদের প্রথম দুই ম্যাচ জিতেছিল নিজেদের জাল অক্ষত রেখে, গোলও করেছিল সমান ৫টি করে।
তিন ম্যাচে দুই জয় ও একটি করে ড্রয়ে প্রথম চার দলের পয়েন্ট সমান ৭। গোল পার্থক্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড শীর্ষে, চেলসি দুইয়ে, লিভারপুল তিনে ও এভারটন চারে আছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার