ভারতের আহমেদাবাদে রবিবার (০৬ ফেব্রুয়ারী) একটি মাইলস্টোন পার করবে ভারতীয় ক্রিকেট। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাজারতম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু করোনা আবহে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে পারছে না বিসিসিআই। একদমই জৌলুসহীন হবে ম্যাচটি।
কোভিড-১৯ পরিস্থিতির জন্য কোনওরকম অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হচ্ছে না। করোনার জন্য ম্যাচ শুরুর আগে বিশেষ কোনও অনুষ্ঠানের পরিকল্পনা নেই বোর্ডের। কোনও আয়োজন করার পক্ষে সায় নেই আহমেদাবাদ ক্রিকেট বোর্ডেরও। তিনটি ম্যাচই দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়ার কথা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে। করোনাবিধির জন্য ভারতের হাজারতম একদিনের ম্যাচের মুহূর্তকে উল্লেখযোগ্য করে রাখার কোনও ভাবনা নেই।
ছয় বছর আগে ভিন্ন পরিস্থিতিতে উদযাপন করা হয়েছিল ভারতের ৫০০তম টেস্ট ম্যাচ। কানপুরে রীতিমতো উৎসব চলেছিল। ভারতের সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ছিলেন সাবেক ক্রিকেটাররাও। একদম ধুমধাম করে পালিত হয়েছিল ভারতের ৫০০তম টেস্ট। কিন্তু এবার করোনা আবহে তার একাংশও হবে না।
ভারতীয় শিবিরে করোনা থাবা বসানোর পর সিরিজ হওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু সিরিজ বাতিল করতে রাজি নয় বিসিসিআই। তাই করোনায় আক্রান্তদের পরিবর্ত হিসেবে মায়াঙ্ক আগারওয়াল, ঈশান কিষানদের নাম ঘোষণা করা হয়েছে। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে গোটা সিরিজই হয়ত করা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত