অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ল্যাঙ্গার। শনিবার ল্যাঙ্গারের মানেজমেন্ট সংস্থা এই খবর জানিয়েছে। এদিকে, তার এই সরে দাঁড়ানোয় অনেক প্রশ্ন তৈরি হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, পাকিস্তান সফরের ঠিক আগে কে হবেন অস্ট্রেলিয়া দলের পরবর্তী কোচ?
তবে খুব তাড়াতাড়িই উত্তর পেয়ে গেল টিম অস্ট্রেলিয়া। ল্যাঙ্গারের পদত্যাগের পরপরই সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিলো। ক্রিকেট অস্ট্রেলিয়া অফিসিয়াল টুইট করে এই কথা জানিয়েছে।
ম্যাকডোনাল্ড এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান দলের সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন; কিন্তু, ল্যাঙ্গারের পদত্যাগের পর তার পদোন্নতি করা হলো।
আগামী মার্চে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর হওয়ার কথা। এই সফরের আগে, নতুন প্রধান কোচ নিয়োগ করা কঠিন বলে মনে করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে নিয়োগ দিয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ