দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার থেকে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে ইনজুরিতে পড়েছেন কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে তিনি থাকছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে।
জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে খেলে অবসর নেওয়ায় এই সিরিজে আগে থেকেই নেই রস টেলর। এবার ইনজুরিতে পড়লেন উইলিয়ামসন। ২০০৮ সালের পর এই প্রথম ব্ল্যাক ক্যাপসদের টেস্ট দলে নেই দুজন।
এ ছাড়া সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
এদিকে উইলিয়ামসনের পরিবর্তে ১৫ সদস্যের টেস্ট দলে ডাকা হয়েছে অনঅভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যাম ফ্লেচারকে। আর বোল্টের পরিবর্তে ডাকা হয়েছে আরেক নতুন মুখ ব্লেয়ার টিকনারকে। দলে ডাকা হয়েছে কলিন ড গ্র্যান্ডহোম ও হামিশ রাদারফোর্ডকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ