মানিকগঞ্জ পৌর-গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পৌরসভার পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র মো. রমজান আলী।
এসময় উস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু, সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ক্রিকেট সাব কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, রিপন শিকদার, আবুল বাসার, হিমুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী খেলায় বন্ধু একাদশ ও নিউস্টার ক্লাব অংশ নেয়। টসে জিতে নিউস্টার ক্লাব প্রথমে ব্যাটিংয়ে নামেন। এই টুর্নামেন্টে জেলার ৬টি দল অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা