ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে লিভারপুল। এ জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
শনিবার ব্রাটনের মাঠ থেকে ০-২ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল।
ম্যাচজুড়ে আক্রমণে আলো ছড়ায় লিভারপুল। ব্রাইটনের রক্ষণকে চেপে ধরে ১৯ মিনিটে গোলের দেখা পায় লিভারপুল। হুয়েল মাতিপের দারুণ পাসে বল পেয়ে যান লুইস দিয়াজ। এরপর বক্সের ভেতরে এগিয়ে আসা গোলরক্ষক রবার্ট রদ্রিগেসকে বোকা বানিয়ে দারুণ হেডে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন মোহামেদ সালাহ। নিজেদের বক্সে ব্রাইটনের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তা থেকে চলতি মৌসুমে নিজের ২০তম গোল করেন মিশরীয় ফরোয়ার্ড। এটি আবার প্রিমিয়ার লিগে লিভারপুলের ২ হাজারতম গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ক্লাব হিসেবে এই মাইলফলক স্পর্শ করল তারা।
লিগে ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন