২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১১

আর্থারকে ফিরিয়ে আনার অর্থ পাকিস্তান ক্রিকেটকে চপেটাঘাত: মিসবাহ-উল হক

অনলাইন ডেস্ক

আর্থারকে ফিরিয়ে আনার অর্থ পাকিস্তান ক্রিকেটকে চপেটাঘাত: মিসবাহ-উল হক

মিকি আর্থার

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন কোচ খুঁজছে পাকিস্তান। কিন্তু বেশ কয়েকজন পছন্দের তালিকায় থাকলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দিতে পারেনি। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের অনলাইন কোচ হিসেবে ফিরতে পারেন মিকি আর্থার। তিনি বেশিরভাগ সময়ে ভার্চুয়ালি প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেবেন বাবর আজমদের। আন্তর্জাতিক ক্রিকেটে তিনিই প্রথম অনলাইন কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্থার ডার্বিশায়ার কাউন্টি দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। পাকিস্তান দলের দায়িত্ব নিলেও তিনি সব সময় সশরীরে মাঠে থাকবেন না। পিসিবি তার সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সারাক্ষণ হাজির থাকবেন। যদিও ভারতে অনুষ্ঠিত হতে চলা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ে আর্থারকে দেখা যাবে বাবর আজমদের সঙ্গে।

মিকি আর্থারকে ফিরিয়ে আনার অর্থ পাকিস্তান ক্রিকেটকে একটি চপেটাঘাত বলে মনে করেন মিসবাহ-উল হক। তার মতে, মিকি আর্থারকে ফিরিয়ে এনে পাকিস্তান ক্রিকেটের সিস্টেমকেই অসম্মান করা হচ্ছে এবং একই সঙ্গে পাকিস্তানের ক্রিকেট জনতাকে কলঙ্কিত করা হয়েছে।

ইএসপিএন ক্রিকইনফোকে মিসবাহ-উল হক বলেন, ‘এটা পাকিস্তানের ক্রিকেট সিস্টেমের ওপর দারুণ এক চপেটাঘাত যে, আমরা একজন ফুল টাইম হাই-প্রোফাইল কোচ খুঁজে বের করতে সক্ষম হলাম না।’

তিনি আরো বলেন, ‘এটা লজ্জাজনক বিষয় যে, সেরা কেউ এখানে আসতে চায় না। অথচ, আমরা এমন একজনকে পছন্দ করলাম যিনি কি না পাকিস্তানে কোচিং করানোর কাজকে তার দ্বিতীয় অপশন হিসেবে বিবেচনা করে।’

নিজেদের ক্রিকেট সিস্টেমকে দোষারোপ করে মিসবাহ বলেন, ‘আমি আমাদের ক্রিকেট সিস্টেমকে দোষ দেবো। যেটা অনেকগুলো দুর্বল বিষয় নিয়ে টালমাটাল অবস্থায় রয়েছে। যে কারণে যে কেউ এই সিস্টেমকে ভেঙে ফেলতে পারে। আমরা নিজেরাই নিজেদের দোষারোপের মধ্যে ফেলি যে, আমরা নিজেরাই আমাদের ক্রিকেট জনতাকে অসম্মান এবং অবজ্ঞা করি। যে কারণে আমাদের নিয়ে নেতিবাচক চিত্র গড়ে ওঠে।’

‘আমাদের বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের মধ্যে অনেকেই কাদা ছোঁড়াছুঁড়িতে ব্যস্ত। কেউ কাউকে সম্মান করে না। সাবেক ক্রিকেটারদের দেখা যাচ্ছে, তারা নিজ নিজ ইউটিউব চ্যানেল খুলে এর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর