১১ এপ্রিল, ২০২৩ ১৯:৫২

অবশেষে দিল্লির একাদশে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

অবশেষে দিল্লির একাদশে মুস্তাফিজ

তিন ম্যাচ বাইরে থাকার পর আইপিএলে অবশেষে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হয়।

মঙ্গলবার টসের সময় মুস্তাফিজকে একাদশে রাখার কথা জানান দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

মুস্তাফিজের না খেলা প্রথম তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দিল্লি। একই অবস্থা মুম্বাইয়েরও। তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছে তারা। তাই দুই দলই আজ নামছে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে।

আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে দিল্লি। ইনজুরিতে পড়া খলিল আহমেদের জায়গায় ঢুকেছেন ইয়াশ ঢুল। অন্যদিকে রাইলি রুশোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর