২৫ এপ্রিল, ২০২৩ ০৪:১০

চাপম্যান কাণ্ড, পাকিস্তান লন্ডভন্ড

অনলাইন ডেস্ক

চাপম্যান কাণ্ড, পাকিস্তান লন্ডভন্ড

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে যেনো পাত্তাই দিল না নিউজিল্যান্ড। দাপটের সাথে জিতল ৬ উইকেটে।

যদিও শুরুতে খানিকটা ধাক্কা খেয়েছিল কিউইরা। ১০ ওভারে ওদের রান ছিল ৭৩, উইকেট ছিল ৪। শেষ ১০ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ১২১। 

তবে মারদাাঙ্গা সেঞ্চুরিতে জেমস নিশামের দারুণ জুটি গড়ে কঠিন সেই সমীকরণটাই মিলিয়ে দিলেন মার্ক চাপম্যান। ছান্দসিক জয়ে সমতায় ফিরল সিরিজে।

টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি করেছেন চাপম্যান। ৫৭ বলে তিনি অপরাজিত ছিলেন ১০৪ রানে। এই ইনিংসে ১১টি চারের সাথে চার ছক্কা মেরেছেন তিনি। নিশাম ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৪৫ রান।

চাপম্যানের আলোয় আড়ালে পড়ে গেল মোহাম্মদ রিজওয়ানের ৬২ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতে জোড়া ধাক্কা খায় নিউজিল্যান্ড। শাহিন শাহ আফ্রিদি প্রথম ওভারে তুলে নেন  টম ল্যাথাম ও উইল ইয়াংকে। চ্যাড বাওয়েসকে বিদায় করেন ইমাদ ওয়াসিম।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর