মাঠ সঙ্কটে জুন মাসে আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনতে পারছে না বাফুফে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য গণমাধ্যমকে সেই খবরই দিয়েছেন।
তবে ঢাকায় পা না পড়লেও মেসিরা এশিয়া সফরে আসছেন জুনেই। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর থেকে তেমনটাই জানা গেছে। 
সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য মতে, এই সফরে মেসিদের একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত। তবে আরকেটি এখনও ঠিক হয়নি।
১৯ জুন ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। এর চার দিন আগে ১৫ জুন আর্জেন্টিনা আরেকটি ম্যাচ খেলবে। তবে এখনও প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। এই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া ও চীনের নাম শোনা গেছে।
দুটি ম্যাচই আর্জেন্টিনা খেলবে ফিফা উইন্ডোতে।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        