২০ জুলাই, ২০২৩ ১১:২১

আজ ওয়েস্ট ইন্ডিজ-ভারত শততম টেস্ট

অনলাইন ডেস্ক

আজ ওয়েস্ট ইন্ডিজ-ভারত শততম টেস্ট

ক্রিকেটর বাইশ গজে কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে সুযোগই পায়নি। টেস্টেও তারা বিবর্ণ। ভারতকে একটা সময় হেসেখেলে হারালেও গত ২১ বছর বিরাট কোহলিদের বিপক্ষে টেস্ট জিততে পারেনি তারা।

আজ পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের এই দুর্দশা যে ঘুচবে, তেমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে না। ম্যাচের ফল যা-ই হোক, টেস্টটা হতে যাচ্ছে মাইলফলকের। দুই দল আজ টেস্টে মুখোমুখি হচ্ছে শততমবারের মতো। ভারত সর্বোচ্চ ১৩১ টেস্ট খেলেছে ইংল্যান্ড আর ১০৭ টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে।

তৃতীয় দল হিসেবে শততম টেস্ট খেলছে ক্যারিবীয়দের সঙ্গে। জয়ের পাল্লাটা ভারী অবশ্য ওয়েস্ট ইন্ডিজেরই। ক্যারিবীয়দের জয় ৩০টি, ভারতের ২৩টি, ড্র ৪৬ ম্যাচ। আজ পোর্ট অব স্পেনের টেস্টটি আবার বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ। তিনি টেস্ট খেলেছেন ১১০, ওয়ানডে ২৭৪ আর টি-টোয়েন্টি ১১৫টি।

কোহলির আগে আরও তিন ভারতীয় খেলেছেন ৫০০ বা বেশি আন্তর্জাতিক ম্যাচ। শচীন টেন্ডুলকার ৬৬৪, মহেন্দ্র সিং ধোনি ৫৩৫ আর রাহুল দ্রাবিড় খেলেছেন ৫০৪ ম্যাচ। ১৫ বছরের আলো ঝলমলে ক্যারিয়ারটা নানা রেকর্ডে সমৃদ্ধ করেছেন কোহলি। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ৪০০৮ রান তাঁর।

শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৬টি ওয়ানডে সেঞ্চুরি কোহলিরই।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর