এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মোহনবাগান এফসির মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস।
এএফসি কাপের দ্বিতীয় ম্যাচে ওড়িশার বিপক্ষের একাদশ নিয়েই এ মাঠে নামছে কিংস।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করা বসুন্ধরা ইতোমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে। তাই অস্কার ব্রুজোনের শিষ্যদের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ।এ ম্যাচে জয় নিয়ে আসরে ভালোভাবে টিকে থাকতে চায় কিংস। অন্যদিকে জয় দিয়ে টেবিলের শীর্ষে থাকতে মরিয়া মোহনবাগান। তারাও চাইবে নিজেদের সেরাটা দিতে।
কিংস একাদশ
গোলরক্ষক: মেহেদি হাসান
রক্ষণভাগ: তারিক কাজী, বাবুরবেক, বিশ্বনাথ ঘোষ ও সাদ উদ্দিন।
মাঝমাঠ: মিগেল ফিগেইরা, চার্লস দিদিয়ের ও আসরোর গফুরভ।
আক্রমণ: রাকিব হোসেন, দরিয়েলতন গোমেজ ও রবসন রবিনহো।
বিডি-প্রতিদিন/বাজিত