পাকিস্তান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক বদলে ফেলা হয়েছে। নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন রিজওয়ান। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজটি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির পর সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন বাবর আজম। এরপর বাঁহাতি ফাস্ট বোলার শাহিনকে দেওয়া হয় অধিনায়কত্ব। এবার তার ডেপুটি হলেন লিডারশিপ গ্রুপের আরেক সদস্য রিজওয়ান। এতদিন এই দায়িত্ব সামলেছেন শাদাব খান।
বিডি প্রতিদিন/এমআই