৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের পর আর অনুশীলনের মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে। এরপর তিনি ব্যস্ত ছিলেন রাজনীতির মাঠে। বহুদিন পর আজ সোমবারই প্রথম ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন সাকিব আল হাসান।
নয়া এমপি সাকিবকে বিশেষভাবে বরণ করে নিয়েছে মিরপুরের মাঠকর্মীরা। পেয়েছেন ফুলের মালা। ওঠে স্লোগানও।
আর এইসব আয়োজন দেখে সাকিব বলেছেন, ‘এটা কিন্তু রাজনীতির মাঠ নয়, ক্রিকেট মাঠ। আমরা আগের জায়গাতেই আছি।’
কোচ নাজমূল আবেদীনের সঙ্গে প্রায় ২০ মিনিট মিরপুরের ইনডোরে ব্যাটিং করেছেন সাকিব। বিপিএল সামনে রেখেই সাকিবের এই প্রস্তুতি। এবার বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। চলতি মাসের ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর।
বিডি প্রতিদিন/নাজমুল