বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদ ও মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো অর্ধশতকে ১৮৬ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। ফলে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ১৮৭ রান।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে বরিশাল।
টুর্নামেন্টে এখনো জয়হীন সিলেটের বিপক্ষে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। ম্যাচের দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিম ইকবালকে হারিয়ে শুরু হয় বরিশালের ইনিংস। দলের অধিনায়ক বিদায় নেন ৮ বল মোকাবেলা ২ রান করে। তিনে নামা প্রিতম কুমারও ব্যাট হাতে ব্যর্থ হন। তবে চারে নেমে ২০ রান যোগ করেন সৌম্য সরকার। একপ্রান্তে লড়তে থাকা শেহজাদের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে তিনি বিদায় নেন। তবে শেহজাদ ৩০ বলে ঠিকই তুলে নেন ফিফটি।
চতুর্দশ ওভারে বেনি হাওয়েলের দারুণ এক ক্যাচে বিদায় নিতে হয় তাকে। যাওয়ার আগে ৪১ বলে ৯ চার ও ২ ছক্কায় তিনি খেলে যান ৬৬ রানের ইনিংস।
পাঁচে নামা মুশফিকুর রহিমও বিদায় নেন দারুণ এক ক্যাচে। বাউন্ডারি লাইনে ক্যাচটি নেন নাইম হাসান। মুশফিক ফিরেন ২২ রান করে।
শেষদিকে ব্যাটে ঝড় তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। মাত্র ২৩ বলে পঞ্চাশ পূর্ণ করা মাহমুদুল্লাহ ২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন। মিরাজ খেলেন ৬ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস।
বিডি-প্রতিদিন/বাজিত