সিলেট স্ট্রাইকার্সকে ৪৯ রানে হারাল ফরচুন বরিশাল। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে তামিম ইকবালের দল। জবাব দিতে নেমে ১৩৭ রানে অলআউট হয়ে গেছে সিলেট। এতে টানা পাঁচ ম্যাচ হারলো মাশরাফি বিন মর্তুজার দল। আর টানা ৩ ম্যাচ হারের পর দ্বিতীয় জয়ের দেখা পেল তামিম ইকবালের বরিশাল।
রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। নাজমুল হোসেন শান্ত আরও একবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ৭ বলে ৯ করে মেহেদী হাসান মিরাজের শিকার হন শান্ত। এরপর শামসুর রহমান ২৩ বলে ২৫ রানের ইনিংস খেলে ফেরেন। চারে নেমে সুবিধা করতে পারেননি মাশরাফিও। ৩ বলে ২ করেন সিলেট অধিনায়ক।
এরপর জাকির হাসান আর বেনি হাওয়েলের জুটি অনেকটা এগিয়ে নিয়েছিল দলকে। জাকির ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন ৪৬ রান। হাওয়েল ১৯ বলে করেন ২৪। তারা দুজন আউট হওয়ার পর সিলেট আর দাঁড়াতে পারেনি।
বরিশালের হয়ে ৪টি উইকেট নেন মোহাম্মদ ইমরান। এ ছাড়া দুটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।
এর আগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। ম্যাচের দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিম ইকবালকে হারিয়ে শুরু হয় বরিশালের ইনিংস। দলের অধিনায়ক বিদায় নেন ৮ বল মোকাবিলায় ২ রান করে। তিনে নামা প্রিতম কুমারও ব্যাট হাতে ব্যর্থ হন। তবে চারে নেমে ২০ রান যোগ করেন সৌম্য সরকার।
একপ্রান্তে লড়তে থাকা শেহজাদের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে তিনি বিদায় নেন। তবে শেহজাদ ৩০ বলে ঠিকই তুলে নেন ফিফটি। চতুর্দশ ওভারে বেনি হাওয়েলের দারুণ এক ক্যাচে বিদায় নিতে হয় তাকে। যাওয়ার আগে ৪১ বলে ৯ চার ও ২ ছক্কায় তিনি খেলে যান ৬৬ রানের ইনিংস।
পাঁচে নামা মুশফিকুর রহিমও বিদায় নেন দারুণ এক ক্যাচে। বাউন্ডারি লাইনে ক্যাচটি নেন নাইম হাসান। মুশফিক ফিরেন ২২ রান করে।
শেষদিকে ব্যাটে ঝড় তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। মাত্র ২৩ বলে পঞ্চাশ পূর্ণ করা মাহমুদুল্লাহ ২৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন। মিরাজ খেলেন ৬ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস।
বিডি প্রতিদিন/এমআই