সাম্প্রতিক সময়ে খারাপ খেলায় বাংলাদেশের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। যা নিয়ে সরগরম দেশের ক্রিকেটপাড়া। প্রসঙ্গটি উঠেছিল তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনেও। জবাব দিতে গিয়ে লিটনের প্রশংসাই করেছেন মেহেদী হাসান মিরাজ। আগামীকাল সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রবিবার বাংলাদেশ দলের বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন মিরাজ। সেখানে লিটনের বাদ পড়ার প্রসঙ্গটি নিয়ে তাকে কয়েকটি প্রশ্ন করা হয়।
টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান, ‘দলে খেলতে হলে পারফরম্যান্স করার বিকল্প নেই, পারফর্ম না করলে যে কেউই জাতীয় দলে জায়গা হারাতে পারেন। প্রতিটা ক্রিকেটারকেই পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে জাতীয় দল না, দুনিয়ার কোনো জায়গায় খেলতে পারবেন না। পারফর্ম করেই খেলতে হবে প্রত্যেকটা জায়গায়।’
জাতীয় দলে খেলতে হলে পারফরম্যান্স করেই খেলতে হবে বলে মন্তব্য করেন মিরাজ। একই সঙ্গে তিনি জানান, অটোচয়েজ বলতে কিছু নেই। আসলে জাতীয় দলে কিন্তু পারফর্ম করে খেলতেই হবে। আমিও যদি ভালো না খেলি আমাকেও বাদ দেয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা এখানে পারফর্ম করেই প্রতিষ্ঠিত হতে হবে।’
মিরাজ প্রত্যাশা করেন দ্রুতই ওয়ানডে দলে ফিরবেন লিটন দাস। তিনি বলেন, ‘লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। আমি মনে করি, যে ও বাদ পড়েছে এরকম কিছু না। ও আবার কামব্যাক করতে পারবে এটা আমি বিশ্বাস করি। ওর ভিতর সেই সামর্থ্য আছে।’
উল্লেখ্য, জাতীয় দলের নিয়মিত সদস্য লিটন দাস। লম্বা সময় ধরে তিন ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে খেলে যাচ্ছেন লিটন। তবে চলমান শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় এবং সর্বশেষ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বরাবরই ধারাবাহিকতার জন্য ভুগতে হয়েছে লিটনকে। লঙ্কানদের বিপক্ষেও অধারাবাহিক ছিলেন। প্রথম দুই ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। ফলে তৃতীয় ওয়ানডেতে দলে রাখা হয়নি তাকে।
বিডি-প্রতিদিন/শফিক