বেগুনি জার্সিতে প্রথমদিন নেমেই উইকেট পেলেন মিচেল স্টার্ক। নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচে গুরবাজকে এলবিডব্লিউ করেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি এই ক্রিকেটার। যা দেখে স্বস্তিতে কেকেআর ভক্তরা।
গত রবিবার রাতে কলকাতা শহরে পা রেখেছেন স্টার্ক। পরদিন সোমবার রাতে কেকেআরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন ছিল। সকালে শ্রেয়াস আইয়ার মাঠে নেমে পড়লেও ছিলেন না স্টার্ক। ওইদিন সন্ধ্যায় নাইটদের হয়ে প্রথমবার ইডেনে পা রাখলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান পেসার। তার আগেই দলবল নিয়ে ইডেনে পৌঁছে যান গৌতম গম্ভীর। স্টার্ককে দেখার জন্য বাইরে ভিড় জমিয়েছিল সমর্থকরা। শুরুতে রিঙ্কু, রাসেলদের সঙ্গে ওয়ার্ম আপ সারেন অজি তারকা।
এদিন নিজেদের মধ্যে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ ছিল নাইটদের। প্রায় এক দশক পর আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন যথেষ্ট ভালই হলো স্টার্কের। যদিও শেষ ওভারে রিঙ্কুর কয়েকটা বিগ হিট হজম করতে হয়েছে। শেষ ওভারে তার বিরুদ্ধে ২০ রান তোলেন রিঙ্কু এবং মণীশ। ডেথ ওভারে মার খেলেও নতুন বলে শুরুটা ভাল করেন স্টার্ক। তাকে খেলতে বেশ বেগ পেতে হয় ওপেন করতে নামা অঙ্গকৃশ রঘুবংশি এবং রহমানুল্লাহ গুরবাজকে। রাসেলের বলে ডিপ ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ নিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে আউট করেন অস্ট্রেলিয়ান। প্রথমদিন অনুযায়ী যথেষ্ট আশানুরূপ পারফরম্যান্স।
ডাগআউটে বসে প্রস্তুতি ম্যাচ দেখেন গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিত। এদিন ইডেনে কেকেআরের প্র্যাকটিসে হাজির ছিলেন ইংল্যান্ডের সাবেক তারকা অ্যান্ড্রু ফ্লিনটফ। এদিন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির হাতে নাইটদের জার্সি তুলে দেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। ছিলেন সচিব নরেশ ওঝা এবং পিচ কিউরেটর সুজন মুখার্জি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ