নারী সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে রয়েছেন সাবিনারা।
ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। মাঝ মাঠ থেকে পাকিস্তানি ফরোয়ার্ডের উদ্দেশে ভেসে আসা একটি উড়ন্ত বল তাড়া করছিলেন বাংলাদেশের দুই ডিফেন্ডার। বল ভালো মতো রিসিভ করতে পারেননি শিউলি আজিম। পেছন থেকে পাকিস্তানি ফরোয়ার্ড বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান।
বাকি সময়ে ম্যাচে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করেছে বাংলাদেশ। বাংলাদেশের একটি আক্রমণ পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরা হয়নি।
ইতোমধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। সমতায় ফিরতে না পারলে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় শঙ্কা তৈরি হবে বাংলাদেশের জন্য। এছাড়া, গ্রুপপর্বেই ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে লড়বে হবে বাংলাদেশের মেয়েদের। তাই টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে।
বিডি প্রতিদিন/কেএ