জিম্বাবুয়ের ব্যাটার নিকোলাস ওয়েলচ চেষ্টা করলেন স্লগ করতে। বল ছোবল দিল স্টাম্পে। আনন্দে লাফিয়ে উঠলেন বোলার তাইজুল ইসলাম। কারণ ওই উইকেটেই আরও একবার পাঁচ উইকেট পূর্ণ হলো তার। একঈ সঙ্গে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন তিনি।
টেস্ট ক্রিকেটে এই নিয়ে ইনিংসে ১৬ বার পাঁচ উইকেট নিলেন তাইজুল। এই তালিকায় এখন তিনি বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্ট ইতিহাসে পঞ্চম। পেছনে ফেললেন তিনি রবিন্দ্রা জাদেজাকে। ৮০ টেস্ট খেলে ১৫ বার পাঁচ উইকেট নিয়েছেন ভারতের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশের স্পিনার তাকে পেছনে ফেললেন ৫৩ টেস্ট খেলেই।
তাইজুলের ঠিক ওপরে আছেন ডেরেক আন্ডারউড। সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারদের একজন বলে বিবেচিত ইংলিশ কিংবদন্তি ৮৬ টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বার। তাইজুলের ভাবনায় আপাতত থাকতে পারে সাকিব আল হাসানকে স্পর্শ করা। ৭১ টেস্ট খেলে ১৯ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।
সাকিবের চেয়ে একটু ওপরে ড্যানিয়েল ভেটোরি। নিউ জিল্যান্ডের গ্রেট ২০ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১১৩ টেস্ট খেলে। রাঙ্গানা হেরাথ অবশ্য সবার আপাতত ধরাছোঁয়ার বাইরে। ৯৩ টেস্ট খেলে ৩৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন লঙ্কান গ্রেট ও বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের কীর্তিতেও সাকিবের আরেকটু কাছে এগিয়েছেন তাইজুল। ২৪৬ উইকেট নিয়ে থমকে আছে সাকিবের ক্যারিয়ার। তাইজুলের শিকার এখন ২২৪টি। বাঁহাতি স্পিনে টেস্ট ইতিহাসের ষষ্ঠ ও সপ্তম সফলত বোলার এই দুজন। ৪৩৩ উইকেট নিয়ে এখানেও অনেক এগিয়ে হেরাথ।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগারদের ম্যাচে ফিরিয়ে সমালোচনার জবাব দিয়েছেন ৫৩ টেস্টে ২২৪ উইকেট নেওয়া তাইজুল। ক্যারিয়ারে ১৬ বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে মিডিয়ার মুখোমুখিতে তাইজুল বলেন, ‘আমার কাছে মনে হয়, এতগুলো টেস্ট (৫৩ টেস্ট) খেলার পর... আলহামদুলিল্লাহ, যতগুলো উইকেটই (২২৪) হয়েছে... একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করেন, আমার মনে হয় না তারা খেলা বোঝেন।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ