নেইমার গোল করলেই এখন সেটা বড় খবর। আর এক ম্যাচে জোড়া গোল? সেটা তো যেন উৎসবের উপলক্ষ! দীর্ঘদিন পর সেই রোমাঞ্চই ফিরিয়ে আনলেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টারবয়। জুভেন্তুজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে সান্তোসের জয়ে জোড়া গোল করে নিজের পুরোনো ছন্দে ফেরার বার্তা দিলেন নেইমার।
ব্রাজিলিয়ান সেরি ‘আ’ লিগে জুভেন্তুজকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস। ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। এই ম্যাচেই মাঠে বাজিমাত করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার। ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোল করেন তিনি। গোলকিপার ফিরিয়ে দেওয়া বল দারুণ দক্ষতায় জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।
এর ঠিক দু’মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন উইঙ্গার আলভারো বাররেয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল শোধ করে জুভেন্তুজে। এরপর দ্বিতীয়ার্ধে অনেক আক্রমণ করেও গোল পাচ্ছিল না সান্তোস। অবশেষে ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন নেইমার। গোলকিপারকে ছলকে দিয়ে ঠাণ্ডা মাথায় মাঝ বরাবর বল পাঠান জালে।
এই জোড়া গোলের মাধ্যমে ২০২২ সালের আগস্টের পর প্রথমবার কোনো ক্লাব ম্যাচে দুই গোল করলেন নেইমার। সবশেষ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জোড়া গোল করেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, ব্রাজিলের হয়ে বলিভিয়ার বিপক্ষে।
এই ম্যাচ দিয়েই আরও একটি মাইলফলক ছুঁলেন তিনি। প্রায় তিন বছর পর টানা পাঁচ ম্যাচ পূর্ণ সময় খেললেন নেইমার। ২০২২ সালের পর চোট আর মাঠের বাইরে থাকার কারণে তার ক্যারিয়ার কার্যত থমকে ছিল। এখন লিগে তার গোলসংখ্যা দাঁড়াল ৩-এ।
দীর্ঘ চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে মাঠ ছাড়ার পর আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি দেশের সর্বোচ্চ গোলদাতা নেইমারকে। যদিও চলতি বছরের মার্চে তাকে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছিল, তবে শেষমুহূর্তে চোটের কারণে ছিটকে যান।
আগামী মাসেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লড়বে ব্রাজিল। নেইমারের এমন পারফরম্যান্স দেখে অনেকেই মনে করছেন, এবার জাতীয় দলে ফেরাটা শুধু সময়ের অপেক্ষা।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        