ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিন বছরের পথচলার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন ক্রিস্টিয়ান এরিকসেন। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কিছুদিন ক্লাবহীন থাকলেও অবশেষে জার্মান ক্লাব ভলসবুর্গে যোগ দিয়েছেন এই ডেনিশ মিডফিল্ডার।
৩৩ বছর বয়সী এরিকসেন বুন্দেসলিগার ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন, যা ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত কার্যকর থাকবে। ভলসবুর্গে এটি হবে তার প্রথম জার্মান ক্লাব ক্যারিয়ারে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এরিকসেন তিন মৌসুমে মাঠে নেমেছেন ১০৭ বার। এ সময়ে করেছেন ৮টি গোল, সঙ্গে অ্যাসিস্ট ১৯টি। ওল্ড ট্রাফোর্ডে তার সময়ে ইউনাইটেড জিতেছে একটি ক্যারাবাও কাপ (২০২৩) ও একটি এফএ কাপ (২০২৪)।
ভলসবুর্গে যোগ দিয়ে নিজের অনুভূতি জানিয়ে এরিকসেন বলেন, "ভলসবুর্গ বুন্দেসলিগায় আমার প্রথম ক্লাব। আমি নতুন রোমাঞ্চের অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস, আমরা একসঙ্গে কিছু অসাধারণ অর্জন করতে পারব।"
এরিকসেন আরও বলেন, "কোচ পল সিমন্সের অধীনে খেলার বিষয়টিও আমার জন্য গুরুত্বপূর্ণ। মনে হয়েছে, তিনি আমাকে নিয়ে বেশ পরিষ্কার পরিকল্পনা করেছেন। এছাড়া দলে ডেনমার্ক জাতীয় দলের বেশ কয়েকজন পরিচিত মুখও রয়েছে, যা সিদ্ধান্ত নেওয়াটা সহজ করে দিয়েছে।"
২০২০ ইউরোর সময় মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলেন এরিকসেন। তবে চিকিৎসা শেষে আবার মাঠে ফেরেন তিনি। আয়াক্সে পেশাদার ক্যারিয়ার শুরু করা এরিকসেন এরপর খেলেছেন টটেনহ্যাম হটস্পার, ইন্টার মিলান, ব্রেন্টফোর্ড এবং সর্বশেষ ম্যানচেস্টার ইউনাইটেডে।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        