২২ অক্টোবর, ২০২১ ১৩:২৯

কোহলির পরামর্শ রাহুল চাহারকে, ম্যাক্সওয়েলকে আউট!

অনলাইন ডেস্ক

কোহলির পরামর্শ রাহুল চাহারকে, ম্যাক্সওয়েলকে আউট!

সংগৃহীত ছবি

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও জ্বলে উঠলো ভারত। আইপিএলের সুবাদে নানা দেশের ক্রিকেটাররা একসঙ্গে, একই টিমে খেলেন। অভিজ্ঞ ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখে যেমন তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শেখে, তেমনই সেরা ক্রিকেটাররা প্রতিপক্ষ দেশের ক্রিকেটারদের মেপে নিতেও কোনও ভুল করেন না। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির পরামর্শেই অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে সাজঘরে ফেরান রাহুল চাহার। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতীয় স্পিনার রাহুল চাহারকে ম্যাক্সওয়েলকে আউট করার পরামর্শ দিতে দেখা যায় বিরাট কোহলিকে। আইসিসি সেই ভিডিও পোস্ট করেছে ইন্সটাগ্রামে।

ভারত-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ১২ ওভারের প্রথম বলে রাহুল চাহারকে একটি বাউন্ডারি মারেন অজি তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। তারপরই দেখা যায় বিরাট কোহলি কথা বলছেন রাহুল চাহারের সঙ্গে। পরিস্কার করেই বোঝা যায় সেই সময় বিরাট-রাহুলের মধ্যে ম্যাক্সওয়েলকে আটকানোর ব্যাপারেই কথা হচ্ছিল। প্রথম বলে চার মারলেও ম্যাক্সিকে আর কোনও রান দেননি রাহুল। পরপর তিনটি ডট বল দেওয়ার পর ওই ওভারের চতুর্থ বলেই ম্যাক্সওয়েলের উইকেট তুলে নেন রাহুল চাহার। ফলে স্বাভাবিকভাবেই বলা হচ্ছে বিরাটের পরামর্শ কাজে লেগেছে।

আইসিসি বিরাটের রাহুলকে পরামর্শ দেওয়ার ভিডিওটির ক্যাপশনে লেখে, ম্যাক্সওয়েলের দারুণ রিভার্স সুইপ। কোহলি পরামর্শ দিলেন চাহারকে। আর চাহার আগুন ঝলসানোর মতো উইকেট নিয়ে ফিরলেন।

৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল। স্টিভ স্মিথের সঙ্গে ৬১ রানের পার্টনারশিপ গড়েছিলেন তিনি। ম্যাক্সওয়েলের ব্যাট আরও বিধ্বংসী হয়ে ওঠার আগেই কোহলির পরামর্শ কাজে লাগিয়ে সফল হন রাহুল চাহার।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর