১৩ নভেম্বর, ২০২২ ১৩:১২

বাটলারের ভোট সূর্যকুমারকে, বাবরের পছন্দ শাদাব

অনলাইন ডেস্ক

বাটলারের ভোট সূর্যকুমারকে, বাবরের পছন্দ শাদাব

আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। দুটি দলই এর আগে একবার করে টি-২০ বিশ্বকাপ জয় করেছে। পাকিস্তান ২০০৯ সালে। ইংল্যান্ড ২০১০ সালে। দুটি দলই তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ফাইনাল খেলতে নামবে। 

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এর টুর্নামেন্ট সেরা কে হবেন- তা নিয়ে এরই মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। আপাতত এই দৌঁড়ে এগিয়ে আছেন বেশ কয়েকজন।

ফাইনালের আগের দিন শনিবার পাকিস্তান আর ইংল্যান্ডের দুই অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, তাদের চোখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে? জবাবে ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেছেন, 'আমার মনে হয়, সূর্যকুমার যাদব (টুর্নামেন্ট সেরা হবে)। আমার কাছে সূর্যকুমার এমন একজন যে সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলেছে। ভারতের তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপে সে ছিল অবিশ্বাস্যভাবে নজরকাড়া।'

আর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, 'আমার কাছে মনে হয়, শাদাব খান যেভাবে খেলছে তার এই পুরস্কার পাওয়া উচিত।  সে দুর্দান্ত বোলিং করছে, তার ব্যাটিংয়েও বেশ উন্নতি হয়েছে। অসাধারণ ফিল্ডিংসহ সবশেষ তিনটি ম্যাচে তার প্রভাবশালী পারফরম্যান্স তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের প্রধান প্রতিযোগী করে তুলেছে।'

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর