লভ্যাংশ ও ব্যবহারকারী দুটিই বেড়েছে টুইটারের। প্রায় এক বছর পর সর্বোচ্চ পরিমাণ সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির। এছাড়া প্রত্যাশার চেয়ে বেড়েছে প্রান্তিকের লভ্যাংশও।
জনপ্রিয় মাইক্রোব্লগিং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বছরের প্রথম প্রান্তিকে মাসে গড়ে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬ শতাংশ বেড়ে ৩২ কোটি ৮০ লাখে পৌছেছে।
যদিও বাজার গবেষণা প্রতিষ্ঠান ফ্যাক্টসেট স্ট্রিটঅ্যাকাউন্টের মতে, মাসে টুইটারে সক্রিয় ব্যবহারকারী গড়ে প্রায় ৩২ কোটি ১৩ লাখ।
গত কয়েক প্রান্তিক ধরে টুইটারের ব্যবহারকারী সংখ্যা অনেকটা স্থিতিশীল ছিল এবং কোম্পানিটি বিজ্ঞাপনদাতাদের বোঝানোর চেষ্টা করছিল যে তারা ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে কাজ করছে। এই লক্ষে অ্যাপ থেকে লাইভ ভিডিও ব্রডকাস্টসহ নতুন বেশকিছু ফিচার উন্মোচন করা হয়েছে। তার ফলও পেতে শুরু করেছে টুইটার।
সূত্র: সিএনএন মানি
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৭/ ই জাহান