নেটফ্লিক্সের জনপ্রিয় টিভি শো ‘অরেঞ্জ ইস দ্য নিউ ব্ল্যাক’ সিরিজের ৫ম সিজনের ১০টি পর্ব প্রকাশের আগেই হ্যাক করে শেয়ার করা হয়েছে। প্রসঙ্গত, এই শোটি আগামী ৯ জুন আনুষ্ঠানিকভাবে উন্মুক্তের কথা ছিল।
জানা গেছে, অর্থ দিতে অস্বীকার করায় ইন্টারনেটে ফাইল শেয়ারিং সাইটে ওই এপিসোড আপলোড করা হয়েছে। পর্ব চুরি করা হ্যাকাররা বলেছে তারা এবিসি, ফক্স এবং ন্যাশনাল জিওগ্রাফিকসহ অন্যান্য সম্প্রচারকদের কাছ থেকেও সিরিজ চুরি করতে সক্ষম।
এ ব্যাপারে এক বিবৃতিতে নেটফ্লিক্স জানিয়েছে, একটি ‘প্রোডাকশন ভেন্ডর’ থেকে এগুলো হ্যাকিংয়ের শিকার হয়েছে, যা বেশ কিছু টিভি স্টুডিও ব্যবহার করে থাকে।
উল্লেখ্য, নেটফ্লিক্স-এর জনপ্রিয় সিরিজগুলোর একটি ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’। সম্প্রতি নেটফ্লিক্স প্রধান রিড হেস্টিংস বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে এটিকে ‘সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রশংসিত’ টিভি শো হিসেবেও দাবি করেন।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/ওয়াসিফ