শিরোনাম
১৮ জুলাই, ২০১৯ ২১:৫৭

ফেসঅ্যাপ ফটো ফিল্টার ব্যবহারে সতর্কতা

অনলাইন ডেস্ক

ফেসঅ্যাপ ফটো ফিল্টার ব্যবহারে সতর্কতা

এ অ্যাপ ব্যবহার করেছেন মার্কিন পপতারকা টেলর সুইফট

বর্তমান বয়সের দ্বিগুণ বা তিনগুণ সময় পার হওয়ার পর নিজেকে কেমন দেখাবে এ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তাদের এ আগ্রহের পালে বাতাস দিয়েছে ফেসঅ্যাপ ফটো ফিল্টার। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় মাপের সেলিব্রেটিরাও এ অ্যাপ ব্যবহার করছেন এবং #ফেসঅ্যাপ চ্যালেঞ্জ দিয়ে ফল প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে এ অ্যাপটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত বলে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ১৭ জুলাই প্রকাশিত প্রতিবেদনটিতে জানানো হয়েছে, এতে অ্যাপ ব্যবহারকারী নিরাপত্তার হুমকিতে পড়তে পারেন। তার ছবি বাণিজ্যিক উদ্দেশ্য কিংবা আরও অনেক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে যার কারণে বিপদে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। 

২০১৭ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের ওয়্যারলেস ল্যাবে এ অ্যাপটি তৈরি করা হয়। ব্যক্তি নিজের বেশি বয়স কিংবা কম বয়সের ছবি দেখতে অ্যাপটিকে নিজের ফটোগ্যালারিতে প্রবেশাধিকার দিচ্ছেন, পাশাপাশি অ্যাপটির সব শর্ত ও নিয়মকানুনেও সম্মতি দিচ্ছেন। যার ফলে অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে গ্যালারির যে কোনো ছবির পরিবর্তন, পুনরুৎপাদন এবং প্রকাশ করতে পারবে।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর