২০ আগস্ট, ২০১৯ ০৯:৫৯

বিশ্বের সবচেয়ে বড় স্পেস প্লেন তৈরির পথে চীন!

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় স্পেস প্লেন তৈরির পথে চীন!

২০২০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম মহাকাশ বিমান বা স্পেস প্লেন বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে চীন। বাণিজ্যিকভাবে মহাকাশ ফ্লাইট শুরুর অংশ হিসেবে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। 

গত মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল কংগ্রেসে এই সংক্রান্ত বিষয়টি তুলে ধরে চীন। 

এ বিষয়ে ব্রিটেনের বিজ্ঞান সাপ্তাহিক নিউ সায়েন্টিস্ট জানিয়েছে, ইতোমধ্যে বেইজিং’র চায়না অ্যাকাডেমি অব লাঞ্চ ভেহিকেল টেকনোলজি এই মহাকাশ বিমানের নকশা প্রণয়ন করেছে। 

দৈনিক ২০ জন যাত্রী নিয়ে এই বিমান ভূপৃষ্ঠ থেকে ৮০ মাইল উপর পর্যন্ত যাতায়াত করবে। যাত্রা পথে যাত্রীরা প্রায় চার মিনিট ওজনহীন অবস্থা অনুভব করবে। বিমানটি খাড়াখাড়ি ভাবে নামতে এবং উড়তে পারবে। এই বিমানের একটি ছোট সংস্করণের কথাও জানানো হয়েছে।

এছাড়াও সর্বোচ্চ পাঁচ জন যাত্রী নিয়ে এটি ঊর্ধ্বাকাশে ৬২ মাইল পর্যন্ত যাতায়াত করবে। এতে যাত্রীরা দুই মিনিট ওজনহীন অবস্থা অনুভব করবেন। চীনা মহাকাশ বিমানের ভূপৃষ্ঠ সব পরীক্ষা সফলভাবেই শেষ হয়েছে। আগামী দু’বছরের মধ্যে মহাকাশ বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করা হবে।

অবশ্য এই বিমানে মহাকাশ ভ্রমণ মোটেও সস্তা হবে না। এই ভ্রমণে যাত্রী পিছু দুই থেকে আড়াই লাখ ডলার লাগবে বলে জানানো হয়েছে। সূত্র : কলকাতা২৪*৭


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর