১২ জানুয়ারি, ২০২১ ২১:৫৩

দেশে ১৭ কোটি ছাড়াল মোবাইল গ্রাহক

অনলাইন ডেস্ক

দেশে ১৭ কোটি ছাড়াল মোবাইল গ্রাহক

প্রতীকী ছবি

দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়ে গেছে। বিটিআরসির ডিসেম্বর মাসের প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার। আর ইন্টারনেট ব্যবহার করেন ১১ কোটির বেশি মানুষ।

মোবাইল ফোনের গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।

অপর দিকে, ইন্টারনেট গ্রাহক সংখ্যা ১১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার, আইএসপি ও পিএসটিএন ৮৫ লাখ ২২ হাজার।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর