৭ মার্চ, ২০২১ ১৬:৩৬

সাইবার হামলার পর ৬০ হাজার মাইক্রোসফট গ্রাহক ক্ষতির শিকার!

অনলাইন ডেস্ক

সাইবার হামলার পর ৬০ হাজার মাইক্রোসফট গ্রাহক ক্ষতির শিকার!

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চীনের সাইবার হামলার পর মার্কিনদের পাশাপাশি বিশ্বের ৬০ হাজার মাইক্রোসফট গ্রাহক ক্ষতির শিকার হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

মার্কিন নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, সম্প্রতি চীনের হ্যাকিং দল ‘হাফনিয়াম’ মাইক্রোসফটের সার্ভারে প্রবেশ করে যে হামলা চালিয়েছে তাতে স্থানীয় সরকারের পাশাপাশি ছোট বড় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার ইমেইল হ্যাক করে গুরুত্বপূর্ণ নথি চুরি করা হয়েছে বলেও দাবি করা হয়। 

এদিকে চীনের সাইবার হামলার পর এখনো নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সতর্কতা জারির পাশাপাশি মার্কিনদের সাইবার নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর