৭ মার্চ, ২০২১ ১৭:৩০

নিজের প্রথম টুইট নিলামে তুললেন টুইটার সিইও

অনলাইন ডেস্ক

নিজের প্রথম টুইট নিলামে তুললেন টুইটার সিইও

নিজের প্রথম টুইটটি নিলামে তুলেছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি। শনিবার পর্যন্ত এটি ২০ লাখ ডলার পর্যন্ত দর উঠেছে। সবচেয়ে বেশি দর তুলেছেন ক্রিপটোকারেন্সি প্রযুক্তির প্ল্যাটফর্ম ট্রনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান। খবর এনডিটিভি'র।

২০০৬ সালের ২১ মার্চ প্রথম টুইট পোস্টে তিনি বলেন, ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার।’ এই টুইটের ক্রেতা পাবেন একটি স্বাক্ষরিত ডিজিটাল প্রশংসাপত্র। 

‘ভ্যালুয়েবেলস’ নামে একটি ওয়েবসাইট জানিয়েছে, টুইটটি কেনার সঙ্গে স্বাক্ষরিত বেসবল কার্ড কেনার মিল রয়েছে। টুইটের ক্রেতা পাবেন ক্রিপ্টোগ্রাফি স্বাক্ষরিত ডিজিটাল প্রশংসাপত্র। তবে মূল টুইটটি বিক্রির পরেও ওয়েবসাইটে থাকবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর