১৪ জানুয়ারি, ২০২৪ ১৩:১৮

অ্যান্ড্রয়েডে ফাইল জিপ ও আনজিপ করবেন কীভাবে?

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েডে ফাইল জিপ ও আনজিপ করবেন কীভাবে?

কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটেও ফাইল এবং ফোল্ডার জিপ-আনজিপের কাজ করা যায়। 

অ্যান্ড্রয়েডে যেভাবে জিপ ফাইল ওপেন করা যায়:

অ্যান্ড্রয়েডে জিপ ফাইল ওপেন করতে হলে একটি ফাইল ম্যানেজার অ্যাপ প্রয়োজন হবে। ফাইলস বাই গুগল এমনই অ্যাপ। অ্যাপটি ইনস্টল করা না থাকলে তা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এটি ছাড়াও আরও অনেক ফাইল ম্যানেজার অ্যাপ রয়েছে। প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ফাইলস বাই গুগল ডাউনলোড করে নেয়ার পর অ্যাপটি ওপেন করতে হবে। এরপর যে জিপ ফাইলটি খুলতে চান তা সিলেক্ট করতে হবে। আপনি যদি একটি কম্প্রেসড ফাইল ওপেন করেন তাহলে ‘ডাউনলোড’ ফোল্ডার অনুসন্ধান করতে হবে। জিপ ফাইলটিতে আলতো চাপ দিলে একটি পপ আপ দেখা যাবে। এখানে ‘এক্সট্রাক্ট’ লেখাসহ আরো কিছু অপশন দেখা যাবে। এরপর প্রগ্রেস বার দেখা যাবে এবং ফাইলটি আনজিপ করা হয়েছে তা ডায়ালগ জানিয়ে দিবে। প্রক্রিয়া শেষ করতে ‘ডান’ লেখায় ক্লিক করতে হবে। 

জিপ ফাইলটি মুছে ফেলতে হলে ‘ডিলিট জিপ ফাইল’ লেখাটি চেক করতে হবে। 

অ্যান্ড্রয়েডে যেভাবে জিপ ফাইল তৈরি করা যায়:

অ্যান্ড্রয়েডে জিপ ফাইল তৈরির জন্য বিল্ড ইন উপায় নেই। এক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে। এ কাজের জন্য অনেক অ্যাপ থাকলেও ‘আরএআর’ সবচেয়ে কার্যকরী। গুগল প্লে থেকে এটি ইনস্টল করা যায়। আরএআর অ্যাপ ওপেন করে যে ফাইলটি জিপ করতে চান তা শনাক্ত করতে হবে। সব ফাইল সিলেক্ট হওয়ার পর জিপ আইকনে চাপ দিতে হবে। এরপর জিপ ফাইলের একটি নাম দেয়ার পর এক্সটেনশন হিসেবে ‘জিপ’ লেখাটি সিলেক্ট করতে হবে। এভাবেই বিদ্যমান ফোল্ডারে জিপ ফাইল সৃষ্টি হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর