বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের ২০২৪ সালের আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করেছে তাদের মূল কোম্পানি অ্যালফাবেট। অ্যালফাবেটের ২০২৫ সালের প্রক্সি স্টেটমেন্ট অনুসারে, ২০২৪ সালে সুন্দর পিচাইয়ের পেছনে কম্পেন্সেশন হিসেবে খরচ হয়েছে ১০.৭২ মিলিয়ন ডলার। যদিও এটা ২০২২ সালের আয়ের হিসাবে তুলনামূলক কম। এর পেছনে কারণ হিসেবে রয়েছে বৃহৎ ত্রিবার্ষিক স্টক পুরস্কার না থাকা, যা বিগত বছরগুলোতে পিচাই পেয়েছিলেন।
জানা গেছে, ২০২৪ সালে সুন্দর পিচাইয়ের মোট বেতন দাঁড়িয়েছে ১০.৭৩ মিলিয়ন ডলার। যেখানে ২০২৩ সালে তার বেতন ছিল ৮.৮ মিলিয়ন ডলার। এর মধ্যে গত বছর শুধু সুন্দর পিচাইয়ের নিরাপত্তার জন্যই কোম্পানি ৮.২৭ মিলিয়ন ডলার খরচ করেছে। তবে গুগলের বক্তব্য, এটা কোনো বিলাসিতা নয়, বরং তার কাজের দায়িত্ব বিবেচনা করেই করা হয়েছে।
গুগল এবং ইউটিউবের মূল কোম্পানি অ্যালফাবেট তার সিইও সুন্দর পিচাইয়ের নিরাপত্তায় কোটি কোটি টাকা খরচ করে থাকে। ২০২৪ সালের খরচের তথ্যটি কোম্পানির সাম্প্রতিক প্রতিবেদনে দেওয়া হয়েছে, যা আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে কোম্পানি সুন্দর পিচাইয়ের নিরাপত্তায় ৬.৭৮ মিলিয়ন ডলার খরচ করেছিল, যেখানে এবার খরচ প্রায় ২২% বৃদ্ধি পেয়েছে।
এই অর্থ শুধু পিচাইয়ের ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয়, এতে অন্তর্ভুক্ত রয়েছে - তার বাড়ির নিরাপত্তা, পেশাদার নিরাপত্তা পরামর্শ, ২৪ ঘণ্টা নজরদারি পরিষেবা, গাড়ি ও চালকের সুবিধা, ভ্রমণ সংক্রান্ত সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। অ্যালফাবেটের ভাষ্য, এই সুবিধাগুলো সুন্দর পিচাইকে কোনো ব্যক্তিগত সুবিধা হিসেবে দেওয়া হচ্ছে না, বরং তার দায়িত্ব ও পদ বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিইও পদে কর্মরত ব্যক্তির নিরাপত্তা কোম্পানির অগ্রাধিকার।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/শআ