আজকাল অনেক সেলিব্রেটির ঠোঁট বেশ ‘ব্লার’ (অস্পষ্ট) দেখায়। যদিও ফ্যাশন প্রেমীদের অনেকে বিষয়টি নিয়ে অনেক কনফিউজড থাকেন, আসলে কী ঘটছে? আপনার ‘চোখ’ ধোঁকা দিচ্ছে? এমনটা নয়, আজকালের মেকআপ ট্রেন্ডে ঠোঁটের রং, সবই এখন ‘ব্লার’ (অস্পষ্ট)।
২০১০-এর দশকের শেষের দিক এবং ২০২০-এর দশকের শুরুর দিকে আল্ট্রা-প্রিসাইজ লাইনার দিয়ে আঁকা ঠোঁট হয়তো ফ্যাশনের শীর্ষে ছিল কিন্তু নতুন একগুচ্ছ পণ্য শার্পনারকে ছুটি দিয়ে নরম কিছুর দিকে- ঝুঁকতে উৎসাহিত করছে।
ব্লার ঠোঁট কী ‘ট্রেন্ড’?
২০১৬ সালের মেকআপের কথা ভাবুন। তখন সবই ছিল সুসজ্জিত ভ্রু, নিখুঁত কাট ক্রিজ এবং গাণিতিক নির্ভুলতায় লাইনার দিয়ে আঁকা ঠোঁট, তারপর ম্যাট লিকুইড লিপস্টিক রাঙানো। সেই লুক চিরকাল স্থায়ী হয়নি। সৌন্দর্যপ্রেমীরা অবশেষে কাইলি লিপ কিট পরিবর্তন করে গ্লসি বাম এবং স্টেইন ব্যবহার শুরু করেন।
যদিও ঐতিহ্যবাহী এই ট্রেন্ড কখনো বিলুপ্ত হবে না, তবে ২০২৫ সালের ‘ব্লার’ লিপ লাইনারের উৎস মূলত কোরিয়ান বিউটি (K-beauty)-তে, যেখানে অস্পষ্ট, ভেলভেটি, নরম এবং স্মাজি লুক ভীষণ জনপ্রিয়। হেইলি বিবারও একে সমর্থন করেছেন, যিনি তার বিউটি ব্র্যান্ড রোডের অধীনে ‘ব্লার’ অস্পষ্ট ‘লিপ কনট্যুর’-এর সম্পূর্ণ লাইনআপ প্রকাশ করেছেন।
অন্যদিকে- মেকআপ আর্টিস্ট ক্যাসি স্পিকার্ড বলেন, ব্লার প্রবণতা ঠোঁটে এক ‘ন্যাচারাল, সফট-ফোকাস অমব্রের প্রভাব’ তৈরি করেছে। স্পিকার্ডের মতে, এটি ‘রেখা ছাড়াই ঠোঁটে মাত্রা, আকৃতি এবং কনট্যুর তৈরি করে।’ এগুলো ঠোঁটকে সুস্পষ্টভাবে ওভারলাইন না করেই বড়, ভরাট এবং ফোলানো দেখাবে; এই লুক ‘বসন্ত’ ও ‘গ্রীষ্মকালের’ জন্য উপযুক্ত। যা আগের ‘স্ট্রবেরি গার্ল’ এবং ‘টমেটো গার্ল’ বেপরোয়া লুককে প্রতিফলিত করে।
লুকটি পাবেন কীভাবে
আগের লিপ লাইনার সম্পর্কে যা জানেন- তা ভুলে যান। কারণ, নতুন প্রজন্মের লিপ লাইনারগুলো প্রচলিত কাঠের পেন্সিলের চেয়ে অনেক বেশি নমনীয়। বিউটি ব্র্যান্ড রোডের মতো, অন্যান্য বিউটি ব্র্যান্ডগুলোও উদীয়মান এই ট্রেন্ডে ডুব দেয় এবং ‘ব্লার’ রেখার ওপর তাদের নিজস্ব সংস্করণ প্রকাশ করে। মেরিট-এর সদ্য প্রকাশিত সিগনেচার লিপ শিয়ার লাইনার, হার্ড ক্যান্ডির লিপ ব্লার এবং রেফাইয়ের লিপ ব্লার লাইনারগুলো বেশ ক্রিমি এবং ব্লেন্ডেবল ফর্মুলা, যা ঠোঁটকে কনট্যুরিং এবং আকৃতি দেওয়া সহজ করে তোলে।
বিউটি ব্র্যান্ড রোডের পেপটাইড লিপ শেপ একটি দুই-পার্শ্বযুক্ত পেন্সিল, যার এক প্রান্তে স্মাজার রয়েছে যা ব্রাশ বা আঙুল ব্যবহার না করেই ডিফিউজড লুক তৈরি করতে সাহায্য করবে। স্পিকার্ড ব্যাখ্যা করেন, ‘একবার লাইনার লাগিয়ে নিলে, স্মাজার দিয়ে প্রান্তগুলোকে ডিফিউজ করুন কেবল সূক্ষ্ম অস্পষ্ট প্রভাবের জন্য।’ এরপর পছন্দের লিপ কালার দিয়ে ভরাট করতে পারেন, যদিও ক্রিমি ও গ্লসি ফর্মুলাগুলো সবচেয়ে জনপ্রিয় জুটি।
তবে ডিআইওয়াই ডিফিউজ করার জন্য কোনো বিশেষ পেন্সিলের প্রয়োজন নেই। নিয়মিত ম্যাক স্পাইস বা মেকআপ ফর এভার অ্যানিওয়্যার ক্যাফেইনেও কাজ হবে। এক্সপার্টরা একটি স্ট্যান্ডার্ড লিপ পেন্সিল দিয়ে স্পিকার্ড ঠোঁটে ন্যাচারালি লাইনার লাগানোর পরামর্শ দেন, তারপর একই প্রভাবের জন্য অনামিকা দিয়ে ঠোঁটের রেখার ওপর হালকা ঘষে নিন।’ এবার লাইনের বাইরে রং করা ঠিক আছে, বলা যায়। যদি লাইনার পছন্দ না হয়, তাহলে ভায়োলেট এফআরথ-এর সফট ম্যাট লিপ বিসু বাম ফর্মুলাগুলোর যে কোনোটি বেছে নিতে পারেন, যা কয়েকটি সোয়াইপে সেই লুক এনে দেবে।
লেখা : সাদিয়া সারা