চুলের ধরন, ঘনত্ব কিংবা দৈর্ঘ্য একেক রকম- তাই যত্নের নিয়মও একেক রকম। পেশাদার হেয়ার স্টাইলিস্ট আইজ্যাক ডেভিডসনের মতে, ‘আপনার চুলের নির্দিষ্ট চাহিদাগুলো বোঝা একটি স্বাস্থ্যকর রুটিনের প্রথম ধাপ।’ সবার জন্য একই পণ্য কার্যকর হয় না; সোজা চুলে যা মানানসই, তা কোঁকড়া চুলে উপযোগী না-ও হতে পারে। তাই মূল ভিত্তিগুলো- শ্যাম্পু, স্ক্যাল্প কেয়ার, হেয়ার অয়েল, হিট প্রোটেকশন এবং স্টাইলিং- সঠিকভাবে মেনে চললেই চুল থাকবে সুস্থ ও সুন্দর।
শ্যাম্পু ও কন্ডিশনার
ডেভিডসন বলেন, ‘সঠিক ছন্দে চুল ধোয়া সবচেয়ে জরুরি। কম বা বেশি ধুলে উলটো ক্ষতি হয়।’ হেয়ার স্টাইলিস্ট ম্যাডিসন ক্লিফোর্ডের মতে, হাইড্রেটিং শ্যাম্পু অধিকাংশ চুলের জন্য নিরাপদ। তবে পাতলা বা তৈলাক্ত চুলে প্রতিদিন বা একদিন পর পর ধোয়া দরকার, আর কোঁকড়া বা ঘন চুলের জন্য সপ্তাহে একবার যথেষ্ট। মাঝে মাঝে ক্ল্যারিফাইং শ্যাম্পু ও কো-ওয়াশ ব্যবহার করলে চুল সতেজ থাকে এবং রঙের উজ্জ্বলতা ধরে রাখে। আর হ্যাঁ, বিশেষজ্ঞরা সবসময় সালফেট-মুক্ত শ্যাম্পুর পরামর্শ দেন।
স্ক্যাল্পের যত্ন
‘চুলের স্বাস্থ্য শুরু হয় মাথার ত্বক থেকে,’ বলেন ক্লিফোর্ড। নতুন ধরনের স্ক্যাল্প সিরাম যেমন- Act+Acre বা Vegamour অতিরিক্ত তেল ও ময়লা কমায়, ভলিউম বাড়ায়। আর Nécessaire-এর রোজমেরি সিরাম আর্দ্রতা যোগায়, চুল বৃদ্ধি করে।
হেয়ার অয়েল ও সিরাম
ক্লিফোর্ড জানান, পাতলা চুলের জন্য হালকা সিরাম আর ঘন বা কোঁকড়া চুলের জন্য ভারী অয়েল উপযোগী। যা চুলের আর্দ্রতা ধরে রাখে, ফ্রিজ ও ফাটা আগা কমায়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন- অয়েল বা সিরাম সবসময় মাঝখান থেকে ডগা পর্যন্ত লাগাতে হবে, গোড়ায় নয়।
তাপ থেকে সুরক্ষা
ডেভিডসন বলেন, ‘হিট প্রোটেকশন ছাড়া চুল স্টাইল করা মানে SPF ছাড়া রোদে যাওয়া।’ ব্লো-ড্রাই বা স্ট্রেইটনার ব্যবহারের সময় থার্মাল স্প্রে অপরিহার্য। ক্লিফোর্ডের প্রিয় পণ্য Oribe Balm d'Or, আর Mizani ও Moroccanoil-এর হালকা স্প্রেগুলোও কার্যকর।
স্টাইলিং পণ্য
চুলের সাজে ভলিউম, আকার আর দীর্ঘস্থায়িত্ব আনতে সঠিক স্টাইলিং পণ্য দরকার। ক্লিফোর্ড পাতলা চুলে টেক্সচার স্প্রে ব্যবহার করার পরামর্শ দেন, আর কোঁকড়া চুলে কার্ল ক্রিম অপরিহার্য। হালকা হেয়ার স্প্রের জন্য L'Oréal-এর Elnett জনপ্রিয়, আর ডেভিডসনের মতে বহুমুখী Eco Gel সহজেই যে কোনো লুক তৈরি করতে পারে।
সবশেষে বিশেষজ্ঞদের বার্তা- চুলের ধরন ও জীবনযাত্রা অনুযায়ী রুটিন সাজান, আর যত্নের মূল ধাপগুলো মেনে চলুন।