দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের ছয় এমপিরই গত পাঁচ বছরে বেড়েছে সম্পদের পরিমাণ। কারও দ্বিগুণ আবার কারও চারগুণ বেড়েছে। তবে কারও স্ত্রীর সম্পদ বাড়লেও কারও স্ত্রীর সম্পদ কমেছে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় থেকে এমন তথ্য জানা যায়। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোরঞ্জন শীল গোপাল এমপির অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৪৭৬ টাকা। পাঁচ বছর আগে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিলকৃত হলফনামায় অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ১১০ টাকা। অর্থাৎ পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪২ হাজার ৩৬৬ টাকা। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য বর্তমান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩৬৯ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৯৩৩ টাকা। দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদ দেখানো হয়েছিল ৩ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৯২৯ টাকা। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের আবুল হাসান মাহমুদ আলী এমপির সম্পদের পরিমাণ পাঁচ বছরে বেড়েছে প্রায় তিনগুণ। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৭০ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৬ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৯১৯ টাকা। দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের মোস্তাফিজুর রহমান এমপির সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণও বেড়েছে। দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের শিবলী সাদিক এমপির পাঁচ বছরে সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় চারগুণ। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ১১ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা।
শিরোনাম
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা