দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের ছয় এমপিরই গত পাঁচ বছরে বেড়েছে সম্পদের পরিমাণ। কারও দ্বিগুণ আবার কারও চারগুণ বেড়েছে। তবে কারও স্ত্রীর সম্পদ বাড়লেও কারও স্ত্রীর সম্পদ কমেছে। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় থেকে এমন তথ্য জানা যায়। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোরঞ্জন শীল গোপাল এমপির অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৪৭৬ টাকা। পাঁচ বছর আগে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিলকৃত হলফনামায় অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ১১০ টাকা। অর্থাৎ পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪২ হাজার ৩৬৬ টাকা। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য বর্তমান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ৩৬৯ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৯৩৩ টাকা। দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদ দেখানো হয়েছিল ৩ কোটি ২৫ লাখ ৩৮ হাজার ৯২৯ টাকা। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের আবুল হাসান মাহমুদ আলী এমপির সম্পদের পরিমাণ পাঁচ বছরে বেড়েছে প্রায় তিনগুণ। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৩ লাখ ১৩ হাজার ৪৭০ টাকা। পাঁচ বছর আগে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৬ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৯১৯ টাকা। দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের মোস্তাফিজুর রহমান এমপির সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণও বেড়েছে। দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের শিবলী সাদিক এমপির পাঁচ বছরে সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় চারগুণ। বর্তমানে তাঁর অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ১১ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার টাকা।
শিরোনাম
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
দিনাজপুরের ছয় এমপিরই বেড়েছে সম্পদের পরিমাণ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর