২ ডিসেম্বর, ২০২২ ০২:০৩

কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জার্মানি

অনলাইন ডেস্ক

কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জার্মানি

দুই দলের সামনেই আছে পরের ধাপে ওঠার সুযোগ, আছে বাদ পড়ার শঙ্কাও। এমন সমীকরণে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয়েছে কোস্টারিকা ও জার্মানি। তবে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে জার্মানি।

ম্যাচের ১০ মিনিটের মাথায় কোস্টারিকার জালে বল পাঠায় জার্মানি। বাঁ দিক থেকে ডেবিড রাউমের ক্রস ডি বক্সে পান জিনাব্রি। নিখুঁত হেডে বাঁচা মরার এই ম্যাচে দলকে এগিয়ে দেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল জার্মানি। তার ফল এলো হাতেনাতে।

পরে ক্রোয়েশিয়াও দারুণ দুটি সুযোগ পেয়েছিল। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যানুয়েল নুয়্যারের অসাধারণ দক্ষতায় হাতছাড়া হয় গোল। প্রথমার্ধে জার্মানি শট নিয়েছে ১২টি। ৪টি ছিল অনটার্গেট। আর ক্রোয়েশিয়ার একমাত্র শটই ছিল অনটার্গেট।

এছাড়া একই সময়ের অপর আরেকটি খেলায় জাপানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্পেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর