৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৪২

এশিয়ান দলকে ভয় পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ

অনলাইন ডেস্ক

এশিয়ান দলকে ভয় পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ

দুর্দান্তভাবেই খেলায় ফিরেছে মেসিরা। এশিয়ার দল সৌদির বিপক্ষে হারের পর টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকেও এড়াতে পেরেছে তারা। নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া আলাদা মহাদেশ হলেও ফুটবলে এশিয়ার প্রতিনিধিত্ব করে। এক এশিয়ায় হোঁচট খেয়ে আবার এক এশিয়ার সামনে আর্জেন্টিনা। এশিয়ার আরেক দলের মুখোমুখি হওয়া নিয়ে চিন্তিত নন আর্জেন্টাইন কোচ, ‘প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দল কঠিন কিছু নয়, তবে দল হিসেবে তারা যথেষ্ট সংগঠিত এবং পরিকল্পিত।’

অস্ট্রেলিয়া ইউরোপের দল ডেনমার্ককে পরাজিত করেছিল গ্রুপ পর্বে। এই ফলাফলে স্ক্যালোনি বিস্মিত কিনা প্রশ্ন করেন এক সাংবাদিক। আর্জেন্টাইন কোচ তাকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি অস্ট্রেলিয়ান। আপনি কি এতে বিস্মতি?’ অস্ট্রেলিয়ান সাংবাদিক প্রত্যুত্তরে বলেন আমি আপনার কাছ থেকে উত্তর জানতে চাই। এরপর স্ক্যালনি বলেন, ‘আমি মোটেও অবাক হইনি। তারা বিশ্বকাপ বাছাইয়ে তাদের অঞ্চলে চতুর্থ ছিল। এই দলটি বেশ ধারাবাহিক।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর