পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সকল কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৬ অক্টোবর) দুপুর ১২টায় টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভায় রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফ, সিএসই অনুষদের সাবেক ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।
ড. রাহাত মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, ড. এবিএম সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান খামার তত্ত্বাবধায়ক মোঃ আরিফুর রহমান, কর্মকর্তা সেলের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, এলএলএ অনুষদের ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাইদুর রহমান জুয়েল, কর্মচারী সেলের সহকারী রেজিস্ট্রার এম রিয়াজ কাঞ্চন শহীদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বলেন, অতীতে ঘটে যাওয়া সকল অনিয়ম-দুর্নীতির বিচার করতে শীঘ্রই একটি তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। অতীতে যারা অন্যায় কাজে যুক্ত ছিলেন তাদেরকে এখন নতুন বাংলাদেশে ভালোভাবে চলার তাগিদ দিয়েছেন। অতীতের সকল ভুল-ভ্রান্তি শুধরে সবাই মিলে প্রাণের কর্মস্থল পবিপ্রবি’কে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন ডেক্সে যেন ফাইল বন্দি হয়ে না পড়ে। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে কর্মস্থলে প্রাণ ফিরে আসবে। মাদক ও দুর্নীতির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে নিয়মিত ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। আমাদের সবাইকে শিক্ষার্থীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। ছাত্র-ছাত্রীদের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করলে আপনাদের তারা এমনিতেই সম্মান জানাবে।
বিডি প্রতিদিন/জামশেদ