চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি ছিল সারাদিন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। সারাদিনের বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে পানি দীর্ঘক্ষণ না থাকার কারণে ভোগান্তি কিছুটা কম ছিল নগরবাসীর।
বিশেষ করে, নগরীর জিইসি মোড়, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, কাপাসগোলা, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহর, জিইসি মোড়, হালিশহর, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, ফরিদারপাড়া, চান্দগাঁও আবাসিক এলাকা, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাড়ইপাড়া, ডিসি রোড, বাকলিয়া, চকবাজার কাঁচাবাজার, রহমতগঞ্জ, আতুরার ডিপো এলাকার রাস্তাঘাট ও অলিগলি পানিতে তলিয়ে যায়। বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
এদিকে টানা বর্ষণে পাহাড়ধসের শঙ্কা রয়েছে। নগরীর ২৬টি পাহাড়ে ৬ হাজার ৫৫৮টি ঝুঁকিপূর্ণ বসতি আছে। এর মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি ঝুঁকিপূর্ণ বসতি আছে আকবরশাহ থানার ১, ২ ও ৩ নম্বর ঝিল সংলগ্ন পাহাড়গুলোতে।
বিডি প্রতিদিন/হিমেল