চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুল মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে হাটহাজারী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে পরিচয় পাওয়া যায়নি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, স্কুল মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৭ বা ২৮ বছর হবে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ