চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ভ্যাট আহরণের ক্ষেত্রে কর্মকর্তাদের দেশপ্রেমিক হিসেবে দায়িত্ব পালন করা উচিত। এজন্য প্রয়োজনে বিদ্যামন ভ্যাট প্রশাসনে সংষ্কার করতে হবে।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪ উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের একটি বেসরকারি হোটেলে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ১৯৯১ সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের উদ্যোগে এই ভ্যাট কার্যক্রমে গতি এসেছে। তার যুগান্তকারী বেশকিছু উদ্যোগের ফলে ভ্যাট আহরণের মাত্রা বেড়েছে। বর্তমানে দেশের বাজেটে ভ্যাটের উল্লেখযোগ্য অবদান রয়েছে। প্রত্যেক দেশপ্রেমিক নাগরিকের উচিত ভ্যাট প্রদান করা। আর ভ্যাট প্রশাসনের উচিত জনগণের দেওয়া ভ্যাট যাতে সঠিকভাবে সরকারি কোষাগারে জমা হয় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সভাপতি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, একটি স্বনির্ভর জাতি গঠনে ভ্যাট প্রদানের বিকল্প নেই। ভ্যাট দিবসে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রেডিও ও টিভিতে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার হচ্ছে। পোস্টার, ব্যানার, স্টিকারের মাধ্যমে করদাতাদের সচেতন করা হচ্ছে।
তিনি আরও জানান, অনলাইনে ভ্যাট নিবন্ধন, অনলাইনে দাখিলপত্র প্রদান, কর পরিশোধ, ভ্যাট সফটওয়্যারের মাধ্যমে হিসাব সংরক্ষণ এবং ভ্যাট ইনভয়েস অটোমেশনসহ অন্যান্য প্রয়োজনীয় সকল সেবা প্রদানের জন্য ১০-১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামের মহাপরিচালক একেএম নুরুল হুদা। এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার ড. মো. সামছুল আরেফিন, চট্টগ্রাম এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট মো. মাহফুজুল হক ভূইঞা, চট্টগ্রাম কাস্টমস হাজসের কমিশনার মো. জাকির হোসেন, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ বন্ড কমিশনারেট মোহাম্মদ শফি উদ্দিন বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ