গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধনে অংশ নেন শত শত গ্রামবাসী। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন এই কর্মসূচিতে।
এ সময় কোর্ট মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মানববন্ধনটির আয়োজন করে ১১নং মক্রমপুর ইউনিয়ন ছাত্র সংগ্রাম পরিষদ এবং দক্ষিণ বানিয়াচং আঞ্চলিক সিএনজি, টমটম ও মিশুক মালিক সমিতি। কর্মসূচিতে সামাজিক, রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোতাকাব্বির খান আসাদ এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, ছাত্রনেতা সারোয়ার আলম, নাছির উদ্দিন আফরোজ, রুমেল খান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, হবিগঞ্জ-সুজাতপুর হয়ে আগুয়া পর্যন্ত আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা চললেও কর্তৃপক্ষ তা সংস্কারে উদ্যোগ নেয়নি। ফলে দক্ষিণ বানিয়াচংয়ের পাঁচটি ইউনিয়নের মানুষসহ আশপাশ এলাকার হাজারো মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, এই সড়কের কারণে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের আনা-নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া মালামাল পরিবহনেও সৃষ্টি হচ্ছে বিঘ্ন। তাই এই জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সড়কটি সংস্কার না করা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ