দিন দিন চশমা পরিধান করা মানুষের সংখ্যা বাড়ছে। এর মূল কারণ আমাদের জীবনযাপন। জীবনযাপনে পরিবর্তনের ফলে নানা রোগের সঙ্গে চোখেও দেখা দেয় সমস্যা। এসবের জন্য পরতে হয় চশমা।
চশমা ব্যবহারের সঙ্গে অনেকেই এর যত্ন নিতে জানেন না। হাতের সামনে যা পান তা দিয়েই চশমা মুছে ফেলেন। হোক তা জামার কাপড়, কিংবা তুলা। অনেকে আবার চশমা নোংরা হলে শুধু ফুঁ দিয়ে ধুলা উড়িয়ে দেন।
বিশেষজ্ঞরা বলছেন, চশমা পরিষ্কারের ক্ষেত্রে এভাবে হেলাফেলা করা উচিত নয়। এর ফলে চশমার লেন্স নষ্ট হতে পারে। তবে কিভাবে পরিষ্কার করবেন চশমার কাচ, জেনে নিন-
চশমা মোছার ক্ষেত্রে সব সময়ই পাতলা টিস্যু ব্যবহার করা উচিত। কাপড় দিয়ে মুছলে কাপড়ের সুতা থেকে লেন্সে দাগ লাগতে পারে। বিষয়টা আরেকটু বুঝিয়ে বললে চশমার কাচে ধুলা জমে। আর তা যদি কাপড় দিয়ে মোছা হয়, সেই ধুলা আর কাপড়ের ঘষায় কাচে স্ক্র্যাচ পড়তে পারে। কিন্তু টিস্যুতে সে সম্ভাবনা থাকে না।
বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে পানি দিয়ে হালকা করে চশমার কাচ ধুয়ে নিন। তারপর টিস্যু দিয়ে মুছে নিন। টিস্যু না থাকলে একটা খবরের কাগজের টুকরা পানিতে ভিজিয়েও মুছে নিতে পারেন। দেখবেন, এর ফলে চশমার কাচ ঝকঝকে হবে।
বাজারে চশমা পরিষ্কার করার সলিউশনও পাওয়া যায়। সেটা কাচে লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। তবে কখনোই মুখের ভাপ দিয়ে চশমা পরিষ্কার করবেন না। এতে কাচ নষ্ট হতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ